ঢাকা     শনিবার   ১৯ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৩ ১৪৩১

কে হবেন হামাসের নতুন নেতা?

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ১৮ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৫৮, ১৮ অক্টোবর ২০২৪
কে হবেন হামাসের নতুন নেতা?

দুই মাসের ব্যবধানে দলের দুই প্রধানকে হারালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নতুন করে কে ধরবেন সংগঠনের হাল?

বার্তা সংস্থা এএফপি শুক্রবার জানিয়েছে, এই মুহূর্তে হামাসের নতুন প্রধান হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন, গাজার বাইরে অবস্থানরত মধ্যপন্থী মুসা আবু মারজুক। তিনি দলের একজন উপদেষ্টা। মারজুক হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াহর ঘনিষ্ঠ  ছিলেন।

মারজুক ছাড়াও এই তালিকায় রয়েছেন কাতারে নির্বাসত খলিল আল-হাইয়া। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সিনওয়ারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত খলির গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় আলোচনার প্রধান আলোচক ছিলেন।

এছাড়া নির্বাসিত খালেদ মেশালও দলের প্রধান হতে পারেন। ২০১৭ সালে হানিয়াহের স্থলাভিষিক্ত হওয়া পর্যন্ত হামাসপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খালেদ।

শীর্ষ পর্যায়ে থাকা এই তিন জনের বাইরেও এক জন যোদ্ধার নাম শোনা যাচ্ছে। তিনি হচ্ছেন ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার। ইয়াহিয়ার মতো ক্যারিশম্যাটিক নেতা না হলেও যোদ্ধা হিসাবে তার ভালো খ্যাতি আছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়