ঢাকা     শনিবার   ১৯ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৩ ১৪৩১

আবারও যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১৫:২০, ১৯ অক্টোবর ২০২৪
আবারও যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন

যুদ্ধ পরিস্থিতির মাঝে আবারও বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। দুই পক্ষ থেকে ৯৫ জন করে মোট ১৯০ জনকে মুক্তি দেওয়া হয়েছে।  

গতবারের মতো এবারও যুদ্ধরত দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে সংযুক্ত আরব আমিরাত।

শনিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। বন্দি মুক্তির বিষয়টি আলাদাভাবে নিশ্চিত করেছে রাশিয়া ও ইউক্রেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের হাত থেকে মুক্ত রাশিয়ার সৈন্যরা বর্তমানে বেলারুশে রয়েছেন। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও মানসিক যত্ন দেওয়া হচ্ছে। মুক্তিপ্রাপ্ত সৈন্যদের আরও চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দ্রুত রাশিয়ায় নিয়ে যাওয়া হবে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, ‘যতবারই ইউক্রেন তার জনগণকে রাশিয়ার বন্দিদশা থেকে উদ্ধার করে, আমরা সেই দিনের কাছাকাছি চলে যাই যেদিন রাশিয়ার বন্দিদশায় থাকা সকলের কাছে স্বাধীনতা ফিরে আসবে।’

এর আগে গত মাসে রাশিয়া ও ইউক্রেন ১০৩ জন করে মোট ২০৬ জন বন্দি বিনিময় করে।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরু করে। আরব আমিরাতের মধ্যস্থতায় এ নিয়ে নবমবার যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া-ইউক্রেন।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়