ঢাকা     শনিবার   ১৯ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৩ ১৪৩১

ট্রাম্পের শারীরিক শক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কমলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:০৩, ১৯ অক্টোবর ২০২৪
ট্রাম্পের শারীরিক শক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কমলা

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কার্যকরভাবে কাজ করার জন্য শারীরিক শক্তি রয়েছে কিনা সেই প্রশ্ন উত্থাপন করেছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। শুক্রবার একটি সংবাদমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে এ প্রশ্ন তুলেছেন।

হ্যারিস বলেছেন, ট্রাম্প সাক্ষাৎকার এড়িয়ে যাচ্ছেন। কারণ তিনি ক্লান্ত। দ্বিতীয় বির্তক এড়িয়ে যাওয়ার বিষয়টি তার শারীরিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

তিনি বলেন, ‘এটি একটি উদ্বেগের বিষয় হওয়া উচিত। তিনি যদি প্রচারের পথের কঠোরতা সামলাতে না পারেন তবে তিনি কি কাজটি করার জন্য উপযুক্ত?এটি একটি বৈধ প্রশ্ন।’

আরো পড়ুন:

ট্রাম্প সম্প্রতি সংবাদমাধ্যমে কিছু উপস্থিতি এড়িয়ে গেছেন। তার প্রচারণা গ্রুপ অবশ্য এর ব্যাখ্যা দেয়নি।

ডেট্রয়েটে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হ্যারিসের অভিযোগ ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেছেন, ‘আমি এখন বিশ্রাম ছাড়াই ৪৮ দিন ধরে প্রচার চালিয়ে যাচ্ছি। আমি ক্লান্তও নই। আমি সত্যিই উচ্ছ্বসিত। আপনি জানেন কেন? আমরা তাকে নির্বাচনে পরাজিত করছি, কারণ আমেরিকান জনগণ তাকে চায় না।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়