ঢাকা     শনিবার   ১৯ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৩ ১৪৩১

ফের বিদ্যুৎ বিপর্যয় কিউবায়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ১৯ অক্টোবর ২০২৪  
ফের বিদ্যুৎ বিপর্যয় কিউবায়

কিউবায় ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে সারাদেশ অন্ধকারে ডুবে আছে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রথম দফায় স্থানীয় সময় শুক্রবার দুপুরে কিউবার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে সরবরাহজনিত সমস্যা দেখা দেয়। এর ফলে প্রায় সারাদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন থাকে দেশের এক কোটিরও বেশি গ্রাহক। কর্তৃপক্ষ সরবরাহ চালু করতে কাজ শুরু করলে ধীরে ধীরে কিছু এলাকায় পুনরায় সরবরাহ চালু হয়। 

কিউবার সরকারি সংবাদমাধ্যম কিউবাডিবেট জানিয়েছে, গ্রিড অপারেটর ইউএনই জানিয়েছে, শনিবার সকাল ৬টা ১৫ মিনিটে পুনরায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইলেকট্রিক ইউনিয়ন সংযোগ পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে।’

দুর্বল অবকাঠামো, জ্বালানি ঘাটতি এবং ক্রমবর্ধমান চাহিদার জন্য কিউবায় কয়েক সপ্তাহ ধরেই তীব্র লোডশেডিং চলছে। দ্বীপের বেশিরভাগ অংশ জুড়ে দিনে ১০ থেকে ২০ ঘন্টা লোডশেডিং চলছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়