ঢাকা     সোমবার   ২১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৫ ১৪৩১

৩ দিনে তৃতীয়বারের মতো বিদ্যুৎ বিপর্যয় কিউবায়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ২০ অক্টোবর ২০২৪  
৩ দিনে তৃতীয়বারের মতো বিদ্যুৎ বিপর্যয় কিউবায়

সারা দেশে বিদ্যুৎ সংযোগ চালুর উদ্যোগ শনিবার গভীর রাতে কিউবায় তৃতীয়বারের মতো ব্যর্থ হয়েছে। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কিউবার বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রটি শুক্রবার বন্ধ হয়ে যাওয়ার পরে শুক্রবার জাতীয় বৈদ্যুতিক গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।  প্রায় কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন থাকে দেশের এক কোটিরও বেশি গ্রাহক। কর্তৃপক্ষ সরবরাহ চালু করতে কাজ শুরু করলে শুক্রবার রাতে কিছু এলাকায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে শনিবার সকালে ফের বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়।

বিদ্যুৎ সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান হাভানা ইলেকট্রিক কোম্পানি শনিবার গভীর রাতে টেলিগ্রামে বলেছে, ‘আজ রাত ১০টা ২৫ মিনিটে জাতীয় ইলেক্ট্রো-এনার্জেটিক সিস্টেমের সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’

পোস্টটি পরে কোম্পানির টেলিগ্রাম ফিড থেকে মুছে ফেলা হয়। কেন পোস্টটি সরানো হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে এখনো দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎ সংযোগ পাননি।

কিউবার জ্বালানি মন্ত্রণালয় হাভানা ইলেকট্রিক পোস্টের পরেই বলেছিল, তারা পরিষেবা পুনঃস্থাপনের জন্য কাজ করছে। তবে রাজধানী হাভানা সহ ‘ওয়েস্টার্ন সাব-সিস্টেম’-এ ‘আরেকটি সংযোগ বিচ্ছিন্নের’ ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, দুর্বল অবকাঠামো, জ্বালানি ঘাটতি এবং ক্রমবর্ধমান চাহিদার জন্য কিউবায় কয়েক সপ্তাহ ধরেই তীব্র লোডশেডিং চলছে। দ্বীপের বেশিরভাগ অংশ জুড়ে দিনে ১০ থেকে ২০ ঘন্টা লোডশেডিং চলছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়