ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২২ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:৪৮, ২২ অক্টোবর ২০২৪
আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

অর্থ পাচারের অভিযোগে আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ইলির মেটাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। 

আলবেনিয়ার একটি টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, রাজধানী তিরানার একটি শপিং সেন্টারের কাছে মেটাকে গ্রেপ্তার করা হয়েছে। খবরে আরও বলা হয়, সাবেক প্রেসিডেন্ট সবেমাত্র কসোভো সফর থেকে ফিরেছেন।

বামপন্থি ফ্রিডম পার্টির নেতার সোমবার একটি প্রেস কনফারেন্স নির্ধারিত ছিল এবং পার্টির সদর দপ্তরে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয় বলে পার্টি কর্মকর্তারা জানিয়েছেন।

৫৫ বছর বয়সী মেটা দুর্নীতি, অর্থ পাচার ও সম্পদের তথ্য প্রকাশ না করার অভিযোগে অভিযুক্ত।

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রসিকিউটর অফিসের আদেশের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

মেটা ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আলবেনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তিনি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য শীর্ষ পদেও দায়িত্ব পালন করেছেন।

মেটাকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ এবং প্রসিকিউটররা এখনও আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করেনি।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়