ঢাকা     বুধবার   ২৩ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৭ ১৪৩১

যুদ্ধবিরতির জন্য ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ২২ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:৫১, ২২ অক্টোবর ২০২৪
যুদ্ধবিরতির জন্য ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চাপ দিতে ইসরায়েলে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষবারের মতো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে চাপ দিতে তিনি তেল আবিব সফর করছেন।

কূটনৈতিক প্রচেষ্টা এখনো পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে এবং ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে ছড়িয়ে পড়া দ্বন্দ্বের অবসান ঘটাতে ব্যর্থ হয়েছে।

ওয়াশিংটন আশা করছে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু যুদ্ধবিরতির জন্য একটি নতুন সুযোগ প্রদান করবে।

আরো পড়ুন:

তবে ইসরায়েল এখন পর্যন্ত গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে পিছপা হওয়ার কোনো লক্ষণ দেখায়নি।

ব্লিঙ্কেন তার সপ্তাহব্যাপী সফরের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে দেখা করবেন। পরে তিনি জর্ডান ও কাতারে যাবেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ব্লিঙ্কেন যুদ্ধের পরে গাজা পুনর্গঠন ও শাসনের পরিকল্পনার দিকে মনোনিবেশ করছেন। এর জন্য যুদ্ধবিরতিতে পৌঁছানো প্রয়োজন। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়