ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

গাজায় আহত ১ লাখের বেশি ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ২২ অক্টোবর ২০২৪  
গাজায় আহত ১ লাখের বেশি ফিলিস্তিনি

গত বছরের ৭ অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে এক লাখেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘন্টায় গাজায় ৪৮৭ জন আহত হয়েছে। ৭ অক্টোবর থেকে মোট আহতের সংখ্যা এক লাখ ২৮২তে দাঁড়িয়েছে। এই সংখ্যা ছিটমহলের প্রতি ২২ জনের মধ্যে একজন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৪২ হাজার ৭১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।

৭ অক্টোবর অবরুদ্ধ গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে ২২ লাখ বাসিন্দার ছিটমহলটিতে মানবিক সংকটের জন্ম দিয়েছে। গাজায় হতাহতের বড় একটি অংশই নারী ও শিশু।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়