ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:৫২, ২৪ অক্টোবর ২০২৪
কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের স্ত্রী

রাষ্ট্রীয় উপহার অবৈধ বিক্রয়ের সাথে যুক্ত একটি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির গ্যারিসন শহর আদিয়ালা জেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা জানিয়েছেন, এর আগে বুধবার ইসলামাবাদ হাইকোর্ট বুশরার জামিন মঞ্জুর করেছিল।

সরকারি নিয়ম লঙ্ঘন করে রাষ্ট্রীয় উপহার ধরে রাখা ও বিক্রি করার একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর জানুয়ারিতে বুশরা বিবি ও ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তারা দুজনই অভিযোগ অস্বীকার করেছেন। ইমরান খান দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

আরো পড়ুন:

পিটিআই চেয়ারম্যান গোহর আলি খান জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর বুশরা বিবি তার ইসলামাবাদের বাসায় উঠেছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়