ঢাকা     বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৮ ১৪৩১

মধ্যপ্রাচ্য পূর্ণ যুদ্ধের দ্বারপ্রান্তে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২৪ অক্টোবর ২০২৪   আপডেট: ২০:৪৪, ২৪ অক্টোবর ২০২৪
মধ্যপ্রাচ্য পূর্ণ যুদ্ধের দ্বারপ্রান্তে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্য পূর্ণ যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। বৃহস্পতিবার ব্রিকস সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

পুতিন কাজানে আয়োজিত বৈঠকে বলেন, ‘গাজায় এক বছর আগে যে সামরিক অভিযান শুরু হয়েছিল তা এখন লেবাননে ছড়িয়ে পড়েছে। এই অঞ্চলের অন্যান্য দেশগুলোও প্রভাবিত হয়েছে।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের মাত্রা তীব্রভাবে বেড়েছে। এটি একটি চেইন রিঅ্যাকশনের কথা মনে করিয়ে দেয় এবং পুরো মধ্যপ্রাচ্যকে পুরো মাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যায়।’

আরো পড়ুন:

তিনি জানান, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে সহিংসতা শেষ হবে না।

পুতিন বলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের মূল দাবি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদ অনুমোদিত দ্বি-রাষ্ট্রীয় ফর্মুলা মেনে নেওয়া। এটি মেনে নিলে ফিলিস্তিনি জনগণের প্রতি ঐতিহাসিক অবিচার সংশোধন হবে। এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত, সহিংসতার দুষ্ট চক্র ভাঙ্গা সম্ভব হবে না।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়