ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

পাকিস্তানে তালেবানের হামলায় ১০ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ২৫ অক্টোবর ২০২৪  
পাকিস্তানে তালেবানের হামলায় ১০ পুলিশ নিহত

ছবি: ডয়চে ভেলে

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি পুলিশ চেকপোস্টে শুক্রবার (২৫ অক্টোবর) তালেবানের হামলায় ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির একজন গোয়েন্দা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেন, প্রায় এক ঘণ্টা ধরে দুইপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলে। তালেবানের এই হামলায় সীমান্ত রক্ষী পুলিশের ১০ জন সদস্য মারা যান এবং আরও ৭ জন আহত হন।

আফগান সীমান্ত ছুঁয়ে থাকা খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় ২০ থেকে ২৫ জন সশস্ত্র তালেবান মিলিশিয়া ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তের ওই তল্লাশি চৌকিতে হামলা চালায়।

আরো পড়ুন:

সূত্র: ডয়চে ভেলে

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়