ঢাকা     শনিবার   ২৬ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১০ ১৪৩১

ইরানকে সংযত হওয়ার আহ্বান পশ্চিমা দেশগুলোর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ২৬ অক্টোবর ২০২৪  
ইরানকে সংযত হওয়ার আহ্বান পশ্চিমা দেশগুলোর

ইসরায়েলের হামলায় দুই ইরানি সেনা নিহত হওয়ার পর তেহরানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। তারা ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। শনিবার এ আহ্বান জানানো হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

পহেলা অক্টোবর ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর প্রতিশোধ হিসেবে শনিবার ইরানে হামলা চালায় ইসরায়েল। তেহরান অবশ্য প্রথমে জানিয়েছিল, এই হামলায় তাদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। পরে জানা যায়, হামলায় দুই ইরানি সেনা নিহত হয়েছে।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েল ‘বহিঃরাষ্ট্রের আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে নিজের অধিকার প্রয়োগ করেছে।’

আরো পড়ুন:

তবে ইউরোপীয় ইউনিয়ন দুই পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। তারা মধ্যপ্রাচ্যে ‘অনিয়ন্ত্রিত সংঘাত’ এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখাতে বলেছে।

২৭ দেশের জোট এক বিবৃতিতে বলেছে, ‘আক্রমণ ও প্রতিশোধের বিপজ্জনক চক্র আঞ্চলিক সংঘাতের আরো বিস্তার ঘটাতে পারে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়