ঢাকা     রোববার   ২৭ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১১ ১৪৩১

হাসপাতালের চিকিৎসকদের নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ২৬ অক্টোবর ২০২৪  
হাসপাতালের চিকিৎসকদের নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি বাহিনী উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে নিজেদের ইউনিট প্রত্যাহার করেছে। তবে যাওয়ার আগে এই এলাকায় শেষ কার্যকর চিকিৎসা কেন্দ্রটিকে ধ্বংসের পথ রেখে গেছে।

ইসরায়েলি বাহিনী হাসপাতালটি ছেড়ে যাওয়ার আগে চিকিৎসা কর্মীদের আটক করে নিয়ে গেছে। এর ফলে হাসপাতালে রোগীদের চিকিৎসা করার জন্য কেউ নেই।

হাসপাতালের মুখপাত্র হিশাম সাকানি আল জাজিরাকে বলেছেন, ‘এই নিয়ে ১৪ বার হাসপাতালটি ইসরায়েলি আগুনের শিকার হয়েছে। আমাদের ডাক্তাররা এখন ইসরায়েলি বাহিনীর হাতে আটক, তাদের পরিবারকে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এটি একটি বিপর্যয়কর পরিস্থিতি। কারণ রোগী ও আহতদের কোনো চিকিৎসা ছাড়াই মেঝেতে ফেলে রাখা হচ্ছে। আমরা গুরুতর বিপদের সম্মুখীন হচ্ছি এবং এখানে আমি আবারও সারা বিশ্বে একটি এসওএস পাঠাচ্ছি। আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের দুর্দশার অবসান হোক এবং ইসরায়েলি গণহত্যা বন্ধ হোক।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়