ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ইরানে হামলা নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ২৭ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৫৬, ২৭ অক্টোবর ২০২৪
ইরানে হামলা নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু

ইরানে হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার তিনি দাবি করেছেন, বিমান ইসরায়েলের হামলা ইরানের প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনকে ‘কঠিন আঘাত’ করেছে।

শনিবার ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরান দাবি করেছে, এই হামলায় তাদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই হামলায় ইরানের চার সেনা নিহত হয়েছে।

নেতানিয়াহু রোববার বলেছেন, ‘বিমান বাহিনী ইরানজুড়ে আক্রমণ করেছে। আমরা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এবং আমাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তৈরি করার ক্ষমতাকে কঠোরভাবে আঘাত করেছি।’ এই হামলা ইসরায়েলের সব উদ্দেশ্য পূরণ করেছে বলে দাবি করেন তিনি।

আরো পড়ুন:

নেতানিয়াহুর এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানে এক ভাষণে ইসরায়েলের হামলার প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেছেন, ইসরায়েলকে কিভাবে ইরানের ক্ষমতা দেখাতে হবে তা তেহরানের কর্মকর্তাদের নির্ধারণ করা উচিত। ইরানি জাতির  শক্তি, ইচ্ছা-উদ্যম এবং উদ্যোগ-উদ্ভাবনের বিষয়টি তাদেরকে বুঝিয়ে দিতে হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়