স্পেনে আকস্মিক বন্যায় ৫১ জনের মৃত্যু
প্রবল বৃষ্টিপাতের কারণে দক্ষিণ-পূর্ব স্পেনে ভয়াবহ আকস্মিক বন্যার কারণে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
ভ্যালেন্সিয়ার কাছে চিভা শহরে মাত্র আট ঘণ্টায় এক বছরেরও বেশি সময়ের পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কত লোক মারা গেছে তার চূড়ান্ত পরিসংখ্যান দেওয়া ‘অসম্ভব।’ দেশের বেশিরভাগ এলাকা ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা ফুটেজে দেখা গেছেম বন্যার পানি বিস্তীর্ণ অঞ্চলে প্লাবিত হয়েছে, সেতু ভেঙে পড়ছে এবং রাস্তায় বন্যার পানি গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। অন্য ভিডিওতে দেখা গেছে, ভেসে যাওয়া এড়াতে মানুষ গাছ আঁকড়ে ধরে আছে।
কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযানে সহায়তার জন্য এক হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমও বেলেরিক দ্বীপপুঞ্জে ক্ষয়ক্ষতি ও হতাহতের কথা জানিয়েছে।
রেডিও এবং টিভি স্টেশনগুলো বন্যাকবলিত এলাকায় আটকে পড়া লোকেদের কাছ থেকে সাহায্যের জন্য বা প্রিয়জনদের সন্ধান পাওয়ার জন্য শত শত কল পেয়েছে। কারণ জরুরি পরিষেবাগুলো কিছু এলাকায় পৌঁছাতে পারছে না।
সরকারি টেলিভিশন স্টেশন টিভিইকে স্থানীয় কর্মকর্তা মিলাগ্রোস টোলন বলেছেন, লেটুরের ক্ষতিগ্রস্ত পৌরসভায় নিখোঁজদের সন্ধানের জন্য উদ্ধারকারীরা ড্রোন ব্যবহার করছে।
ঢাকা/শাহেদ