ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

স্পেনে বন্যায় মৃত্যু বেড়ে ৯৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ৩১ অক্টোবর ২০২৪   আপডেট: ০৯:৫৬, ৩১ অক্টোবর ২০২৪
স্পেনে বন্যায় মৃত্যু বেড়ে ৯৫

নজিরবিহীন বন্যায় বিপর্যস্ত স্পেনের পূর্বাঞ্চল। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। এখনও নিখোঁজ বহু মানুষ।দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই বুধবার (৩০ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। 

প্রতিবেদনে বলা হয়, স্পেনের পূর্বাঞ্চলে গত মঙ্গলবার মুষলধারে বৃষ্টির ফলে আকস্মিক বন্যা শুরু হয়। এর প্রভাবে অনেক এলাকার সেতু এবং ভবন ডুবে গেছে। প্রাণে বাঁচতে কেউ কেউ ছাদে উঠে অবস্থান নিয়েছেন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বন্যার চরম পরিস্থিতি অব্যাহত থাকায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। সরকারের পক্ষে বলা হয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনও অনেক মানুষ নিখোঁজ।

বিবিসি জানিয়েছে, ভ্যালেন্সিয়া প্রদেশে কমপক্ষে ৯২ জন, কাস্টিল-লা মাঞ্চায় দুজন ও মালাগায় একজনের মৃত্যু হয়েছে। এবারের বন্যায় মৃতের সংখ্যা ১৯৭৩ সালের পর সবচেয়ে বেশি। ওই বছর দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৫০ জন মারা যান।

জাতীয় আবহাওয়া সংস্থা এইএমইটির মতে, ভ্যালেন্সিয়ার নিকটবর্তী শহরগুলোর একটি চিভায় মঙ্গলবার মাত্র আট ঘণ্টার মধ্যে ব্যাপক বৃষ্টি হয়। ৪৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা এক বছরের বৃষ্টিপাতের সমান।

সামাজিক যোগাযোগমাধ্যেম পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বন্যার পানি জলাবদ্ধতা সৃষ্টি করছে, সেতু ভেঙে পড়ছে এবং রাস্তায় গাড়ি টেনে নিয়ে যাওয়া হচ্ছে। একটি ভিডিওতে মানুষকে ভেসে যাওয়া থেকে বাঁচতে গাছে আঁকড়ে থাকতে দেখা গেছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার জাতীয় ভাষণে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আবহাওয়ার অবস্থা এখনও ধ্বংসাত্মক এবং জরুরি অবস্থা জারি রয়েছে।

বুধবার বিকেলে কাতালোনিয়া সরকার বার্সেলোনা প্রদেশের কিছু অংশে রেড অ্যালার্ট জারি করেছে। স্পেনের আবহাওয়া সংস্থাও কাডিজ এলাকায়  রেড অ্যালার্ট জারি করেছে। 

স্পেন্সের প্রধানমন্ত্রী ভ্যালেন্সিয়া, আন্দালুসিয়া এবং এক্সট্রিমাদুরাসহ ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের উপত্যকা ও নদীতীরের কাছাকাছি ভ্রমণ এড়াতে এবং জরুরি পরামর্শ মেনে চলার জন্য সতর্ক করে, ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছেন।

তিনি পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, সমস্ত রাষ্ট্রীয় সংস্থান এবং প্রয়োজনে ইইউ থেকে সহায়তা দেওয়া হবে।

জার্মানির সরকারও মাদ্রিদকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন শোক প্রকাশ করেছেন এবং স্যাটেলাইট সহযোগিতা চালু করেছেন। 

ক্যানারি দ্বীপপুঞ্জে সাংবাদিকদের সাথে কথা বলার সময় স্পেনের রাজা ফেলিপ বন্যা পরিস্থিতিকে ‘বিপর্যয়’ হিসেবে সম্বোধন করেছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ও চলমান চ্যালেঞ্জগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেন, কিছু এলাকায় প্রবেশ করা কঠিন। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের প্রকৃত সংখ্যা এখনও অজানা। 

তবে কর্তৃপক্ষ এবং জরুরি সংস্থাগুলোর তৎপরতায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন। তিনি তাদের সমন্বিতভাবে কাজ চালিয়ে যাওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়