ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

ইসরায়েলে ইরানের হামলা চালানো উচিত নয়: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ৩১ অক্টোবর ২০২৪  
ইসরায়েলে ইরানের হামলা চালানো উচিত নয়: যুক্তরাষ্ট্র

ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেছেন, গত সপ্তাহান্তে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া জানানো উচিত নয় ইরানের।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান তার ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের একটি ‘সুনির্দিষ্ট ও শোচনীয়’ প্রতিক্রিয়া দেবে। সম্ভবত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই হামলা হতে পারে।

এ সংক্রান্ত প্রশ্নের জবাবে কারিন জিন-পিয়ের বলেছেন, নিজের ভূখণ্ডে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া ইরানের জানানো উচিত নয়।

আরো পড়ুন:

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, ইরান ‘কী করতে পারে বা করতে পারে না’ সে সম্পর্কে কোনো মূল্যায়ন তিনি করবেন না। তবে তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ‘তাদের প্রতিক্রিয়া জানানো উচিত নয়।’

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘আমি আমাদের দুই সরকারের মধ্যে বাস্তব বা কাল্পনিক যোগাযোগের বিষয়ে কথা বলতে যাচ্ছি না। তবে আমরা যেমনটা প্রকাশ্যে স্পষ্ট করেছি এবং আমি আপনাকে বলতে পারি যে ইরান এই বার্তাটি বেশ স্পষ্টভাবে জানে, তাদের এই সংঘাত বাড়ানো উচিত নয়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়