ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

বিশ্বব্যাপী অনশন ধর্মঘটের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ৩১ অক্টোবর ২০২৪  
বিশ্বব্যাপী অনশন ধর্মঘটের আহ্বান

গাজার দুর্ভিক্ষ পরিস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশ্বব্যাপী অনশন কর্মসূচি চালানোর আহ্বান জানিয়েছে তরুণদের একটি সংগঠন। তারা ‘গাজার জন্য সমর্থন’ নামে একটি বিশ্বব্যাপী অনশন প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।

গ্লোবাল ইয়ুথ মুভমেন্ট নামের এই সংগঠনের কর্মীরা জানিয়েছেন, তারা চান গাজার অবরোধ ভেঙে ফেলা হোক, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত বন্ধ করা হোক এবং ১ নভেম্বর থেকে উত্তর গাজায় মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেওয়া হোক।

ফিলিস্তিনি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন ধর্মঘট শেষ হবে না।

হামাস-ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই গাজায় মানবিক কার্যক্রম পরিচালনায় বারবার বাধার মুখে পড়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। গাজার মাটিতে কাজ করা জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলি সামরিক বাহিনী ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার করার কারণে ছিটমহলে খাদ্য নিরাপত্তাহীনতার মাত্রা বিপর্যয়মূলক পর্যায়ে বাড়ছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়