ঢাকা     শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৭ ১৪৩১

স্পেনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ৩১ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৪৯, ৩১ অক্টোবর ২০২৪
স্পেনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৮

স্পেনে নজিরবিহীন বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৮-তে পৌঁছেছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ। বৃহস্পতিবার স্প্যানিশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া শহর কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঞ্চলে অন্ততপক্ষে ১৫৫ জন নিহত হয়েছে। 

এর বাইরে ক্যাস্টিলা-লা মাঞ্চাতে দুজন এবং আন্দালুসিয়াতে এক জন নিহত হয়েছে। এতে বন্যায় মোট নিহতের সংখ্যা ১৫৮-তে পৌঁছেছে। 

ভ্যালেন্সিয়ার মেয়র মারিয়া হোসে কাতালা সাংবাদিকদের বলেছেন, শহরের উপকণ্ঠ লা টোরের একটি গ্যারেজে যে আটটি লাশ পাওয়া গেছে তাদের মধ্যে একজন স্থানীয় পুলিশ সদস্য রয়েছেন। একই এলাকায় ৪৫ বছর বয়সী এক নারীকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

রয়টার্স জানিয়েছে, বন্যা ভ্যালেন্সিয়ার অবকাঠামোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই এলাকার সেতু, রাস্তা এবং রেলপথ ধ্বংস হয়ে গেছে। এছাড়া এই অঞ্চলের কৃষিজমি পানিতে তলিয়ে গেছে।

স্পেনের পূর্বাঞ্চলে গত মঙ্গলবার মুষলধারে বৃষ্টির ফলে আকস্মিক বন্যা শুরু হয়।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বন্যায় ব্যাপক প্রাণহানির কারণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। সরকারের পক্ষে বলা হয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়