ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

সংখ্যালঘু নির্যাতন নিয়ে অভিযোগ তুলে বাংলাদেশের সমালোচনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩১, ১ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:৩১, ১ নভেম্বর ২০২৪
সংখ্যালঘু নির্যাতন নিয়ে অভিযোগ তুলে বাংলাদেশের সমালোচনা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই। এ সময়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মন্তব্য করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক্স হ্যান্ডেলে এক পোস্টে বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টানসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা ও গণ লুটের নিন্দা জানিয়েছেন তিনি। 

ট্রাম্প লেখেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’

আরো পড়ুন:

তিনি আরও লেখেন, ‘যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে কখনো এমনটা ঘটতো না।’

সাবেক এই প্রেসিডেন্ট অভিযোগ করেন, ‘কমলা হ্যারিস ও জো-বাইডেন গোটা বিশ্বে ও আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছেন। তাদের সময় ইসরায়েল থেকে ইউক্রেন, এমনকি আমাদের নিজস্ব দক্ষিণ সীমান্তে পর্যন্ত বিপর্যয় হয়েছে। আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং সামর্থ্যের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব।’

যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষ থেকে হিন্দুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প লেখেন, ‘আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের সময় আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারত্ব আরও জোরদার করব।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের সমালোচনা করে ট্রাম্প আরও লেখেন, ‘কমলা হ্যারিস আরও নিয়ন্ত্রণ এবং উচ্চ কর দিয়ে আপনার ছোট ব্যবসা ধ্বংস করবে। এর বিপরীতে, আমি কর কমিয়েছি, নিয়ন্ত্রণ আরোপ কমিয়েছি, আমেরিকান শক্তিকে বিকশিত করেছি এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলেছি। আমরা এসব আবার করব, আগের চেয়ে আরও বড় পরিসরে এবং ভালো করে। আমরা আমেরিকাকে আবার মহান করে তুলব।’

এক্স-বার্তার শেষে তিনি সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘আমি আশা করি আলোর এই উৎসব, খারাপের ওপর ভালোকে বিজয়ের দিকে নিয়ে যাবে।’

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়