ঢাকা     শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৭ ১৪৩১

‘হ্যালো স্যার! বাড়ি থেকে আলু চুরি হয়ে গেছে’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ১ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:১৮, ১ নভেম্বর ২০২৪
‘হ্যালো স্যার! বাড়ি থেকে আলু চুরি হয়ে গেছে’

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের হরদোইয়েতে দীপাবলির মাঝরাতে হঠাৎই ফোন এল পুলিশের কাছে। ফোন তুলতেই এক ব্যক্তি কাঁদো কাঁদো স্বরে বললেন, ‘হ্যালো স্যর, আপনারা তাড়াতাড়ি আসুন, আমার বাড়িতে চুরি হয়েছে।’ ১১২ নম্বরে ডায়াল করে পুলিশকে ফোন করতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় তারা।

বাড়ির সামনে রাস্তায় বসে থাক এক প্রৌঢ়কে পুলিশের দল জিজ্ঞাসা করে, তিনিই কি ফোন করেছিলেন? ওই পৌঢ় সম্মতির ভঙ্গিতে জানান, হ্যাঁ, তিনিই ফোন করেছিলেন চুরির অভিযোগ জানাতে।

পুলিশ জানতে চায়, অভিযোগটা ঠিক কী? তখন ওই প্রৌঢ় জানান, বাড়ির বারান্দায় খোসা ছাড়িয়ে আলু রেখে গিয়েছিলেন। তার পর খেতে চলে যান। কিন্তু খেয়ে এসে দেখেন আলু গায়েব। এদিক ওদিক খোঁজাখুঁজি করেও না পেয়ে শেষমেশ ১১২ ডায়ালে ফোন করেন। পুলিশকর্মীরা জানতে চান, কত আলু ছিল? তখন ওই প্রৌঢ় জানান, ২৫০ গ্রাম আলু ছিল। প্রৌঢ়ের এই উত্তর শুনে পুলিশ স্তম্ভিত হয়ে যায় পুলিশ সদস্যরা।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা প্রথমে ভেবেছিলেন বড় কোনো চুরির ঘটনা ঘটেছে। কিন্তু বিষয়টি যে আদৌ তা নয়, তা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন। প্রেীঢ় মাতাল অবস্থায় ছিল। তাকে প্রশ্ন করা হয়, কেন মদ পান করেছেন? 

তার উত্তরে প্রৌঢ় বলেন, ‘দিনমজুরের কাজ করি। সারাদিন কাজের পর সন্ধ্যায় মদ পান করি। কিন্তু প্রশ্ন সেটা নয়, চুরি যাওয়া আলু খুঁজে দিন। এর জন্যই তো আপনাদের ফোন করেছি।’ এর পরই পুলিশ ওই ব্যক্তিকে সতর্ক করে ছেড়ে দেন। 

সূত্র : আনন্দবাজার

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়