ঢাকা     শনিবার   ০২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৮ ১৪৩১

আগাম ভোট দিয়েছেন ৬ কোটি ৬০ লাখ ভোটার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ১ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:১৭, ১ নভেম্বর ২০২৪
আগাম ভোট দিয়েছেন ৬ কোটি ৬০ লাখ ভোটার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র চার দিন বাকী। এরই মধ্যে ছয় কোটি ৬০ লাখেরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ল্যাব শুক্রবার এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্ধারিত তারিখের কয়েক দিন আগে থেকেই নির্বাচনী কেন্দ্রে গিয়ে কিংবা ডাকযোগে ভোট দেয়ার সুবিধা পান ভোটদাতারা। এই সুবিধাকে ‘আর্লি ব্যালট’ বা আগাম ভোট বলা হয়। মার্কিন নির্বাচনে ভোটারদের কাছে বেশ জনপ্রিয় এই ব্যবস্থা। ২ নভেম্বর দুপুর ৩টা পর্যন্ত আগাম ভোট দিতে পারবেন ভোটাররা। 

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ল্যাবের তথ্য অনুসারে, তিন কোটি ৫০ লাখ ভোটার ব্যক্তিগভাবে কেন্দ্রে গিয়ে আগাম ভোট দিয়েছেন। আর ডাকযোগে ভোট দিয়েছেন তিন কোটি আট লাখ ভোটার। ২৫ রাজ্যে দলের নিবন্ধন অনুযায়ী, এক কোটি ২৫ লাখ নিবন্ধিত ডেমোক্রেট এবং এক কোটি ১৮ লাখ রিপাবালিকান আগাম ভোট দিয়েছেন।

আরো পড়ুন:

২০২০ সালের নির্বাচনে ১০ কোটি ১৪ লাখেরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছিলেন। অবশ্য ওই বছর করোনা মহামারির কারণে কেন্দ্রে গিয়ে ভোট দিতে অনেক ভোটারেরই আগ্রহ ছিল না। এ কারণে অনেকেই ডাকযোগে আগাম ভোট দিয়েছিলেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়