ইসরায়েলে রকেট হামলা, আহত ১৯
লেবানন থেকে চালানো রকেট হামলায় ইসরায়েলে ১৯ জন আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালানো হয়। এ সময় শ্যারন এবং ড্যান অঞ্চলে সতর্ক সংকেত বেজে ওঠে। খবর টাইমস অব ইসরায়েলের।
আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ‘একটি এলাকায় হামলার প্রভাব চিহ্নিত করা হয়েছে।’ তবে সেটি সরাসরি রকেটের আঘাতের কারণে নাকি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতের কারণে তা উল্লেখ করেনি আইডিএফ।
ড্যাশ ক্যামেরার ভিডিও ফুটেজে, মধ্য ইসরায়েলের টিরা শহরে একটি বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।
ইসরায়েলের মেগান ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) ভোররাতে টিরা শহরে লেবানন থেকে চালানো রকেট হামলায় ৭ জন আহত হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ১৯ জনে।
অ্যাম্বুলেন্স সার্ভিসের মতে, চারজন মাঝারিভাবে আহত হয়েছেন এবং বাকিরা হালকাভাবে আহত হয়েছেন।
এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৫২ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েল হামলা শুরু করলে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে এবং যুদ্ধ বন্ধে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় উত্তর ইসরায়েলের বাসিন্দারা টিকতে না পেরে ওই এলাকা থেকে অন্যত্র সরে যান। তবে ইসরায়েল সম্প্রতি লেবাননে বিমান হামলা জোরদার করার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে।
/ফিরোজ/