ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, জানালেন জ্যোতিষী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:০৯, ২ নভেম্বর ২০২৪
কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, জানালেন জ্যোতিষী

কমলা হ্যারিস, অ্যালান লিচম্যান, ডোনাল্ড ট্রাম্প

আসছে মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে লড়াই করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে কে বসবেন প্রেসিডেন্টের চেয়ারে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন যুক্তরাষ্ট্রের আলোচিত জ্যোতিষী অ্যালান লিচম্যান। খবর ইউএস টুডের।

ইউএস টুডের প্রতিবেদনে বলা হয়, অ্যালান লিচম্যান গত মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওটিতে  বলেছেন, আগামী মঙ্গলবার রাতে কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দেবেন।

আরো পড়ুন:

এর আগে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লিচম্যান বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবেন। যদিও, সে সময় বিভিন্ন জরিপে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন। এরপর, ২০২০ সালেও লিচম্যান জানিয়েছিলেন, ট্রাম্পকে হারিয়ে বাইডেন প্রেসিডেন্ট হবেন।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে লিচম্যান বলেন, ‘জনমত জরিপের বিপরীতে গিয়ে আমি ‍গত ৫ সেপ্টেম্বর যে ভবিষ্যদ্বাণী করেছিলাম, তা পরিবর্তন করার দরকার পড়ে এমন কিছু ঘটেনি।’ আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাসের এই অধ্যাপক গত ৫ সেপ্টেম্বর বলেছিলেন যে, হ্যারিসই এবারের নির্বাচনে জিতবেন।

লিচম্যান সাধারণত বেশ কয়েকটি সূচকের ভিত্তিতে তার ভবিষ্যদ্বাণী করে থাকেন। এসব সূচক কার ‘পক্ষে’ ও কার ‘বিপক্ষে’ তা আমলে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন।

লিচম্যানের ১১টি সূচকের মধ্যে ৮টিই যাচ্ছে কমলা হ্যারিসের পক্ষে। বিপক্ষে যাচ্ছে মাত্র ৩টি। তার মতে, গত সেপ্টেম্বর মাসে তিনি যে অবস্থান বিবেচনায় ভবিষ্যদ্বাণী করেছিলেন, এই সময়ে এসেও তার খুব একটু পরিবর্তন হয়নি। তাই তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, কমলা হ্যারিসই প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

মার্কিন নির্বাচনের ‘নস্ত্রাদামুস’ খ্যাত অ্যালান লিচম্যান ১৯৮৪ সাল থেকে নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করে আসছেন। এরমধ্যে একবার ছাড়া প্রতিবারই তার ভবিষ্যদ্বাণী সফল হয়েছে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়