ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

প্রথমবারের মতো দলীয় প্রধান হিসেবে কৃষ্ণাঙ্গ নারীকে পেলো কনজারভেটিভ পার্টি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:২৫, ২ নভেম্বর ২০২৪
প্রথমবারের মতো দলীয় প্রধান হিসেবে কৃষ্ণাঙ্গ নারীকে পেলো কনজারভেটিভ পার্টি

যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কেমি ব্যাডেনক। শনিবার (০২ নভেম্বর) তিনি দলের প্রধান নির্বাচিত হয়েছেন।

৪৪ বছর বয়সী কেমি হচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী, যিনি একটি প্রধান ব্রিটিশ রাজনৈতিক দলের প্রধান হয়েছেন। জয়ী হওয়ার পরপর তিনি দলকে প্রতিষ্ঠাকালীন নীতিতে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

কেমি সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হয়েছেন। ব্রিটেনের জুলাইয়ের নির্বাচনে সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি পরাজিত হয়। এরপরই সুনাক দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

আরো পড়ুন:

২০১৬ সালের পর কেমি হলেন কনজারভেটিভ পার্টির পঞ্চম শীর্ষনেতা। সুনাক সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এক মাস ধরে দলের নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া চলতে থাকে। প্রথম দফায় শীর্ষনেতার জন্য ছয় প্রার্থী থাকলেও চূড়ান্ত পর্বে তা দুজনে নেমে আসে। কেমি দলীয় সদস্যদের ৫৭ শতাংশ ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী সাবেক অভিবাসন মন্ত্রী রবার্ট জেনরিক পেয়েছেন ৪৩ শতাংশ ভোট।

বিজয়ী হওয়ার পর দলীয় সদস্যদের উদ্দেশে কেমি ব্যাডেনক বলেন, ‘আমাদের সামনে কঠিন কিন্তু সহজ কাজটি হাজির রয়েছে। আমাদের প্রথম দায়িত্ব হলো লেবার সরকারকে জবাবদিহি করানো। আমাদের দ্বিতীয় দায়িত্ব হলো আগামী কয়েক বছর সরকার পরিচালনার জন্য নিজেদের প্রস্তুতি নেয়া।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়