ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

জিততে চান ট্রাম্প, দুই দিনে করবেন ৭ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ৩ নভেম্বর ২০২৪  
জিততে চান ট্রাম্প, দুই দিনে করবেন ৭ সমাবেশ

ডোনাল্ড ট্রাম্প। ছবি সংগৃহীত

নির্বাচনী প্রচারের শেষ দুই দিনে ৭টি সমাবেশ করবেন বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নর্থ ক্যারোলিনায় সমর্থকদের উদ্দেশে বলেন, ‘রোববার ও সোমবার ৭টি সমাবেশ করার পরিকল্পনা রয়েছে।’

রোববার (৩ নভেম্বর) বিবিসি জানায়, ট্রাম্প বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি। কারণ আমাদের জিততে হবে।’

ট্রাম্পের প্রচার শিবিরের কর্মসূচি থেকে জানা গেছে, ট্রাম্প আগামীকাল পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় সমাবেশ করবেন। তিনি সমর্থকদের বলেন, ‘আপনি হয়তো অনেকবার জিতেছেন। এবারও জিতবেন নিশ্চয়। তারপরও সাবধান থাকা ভালো। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। তাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস।

এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ৬ কোটি ৬০ লাখের বেশি আগাম ভোট পড়েছে বলে জানিয়েছে ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ভোটার ট্র্যাকার। তাদের তথ্যমতে, ২০২০ সালের আগাম ভোটের তুলনায় এবার রেকর্ডসংখ্যক বেশি ভোট পড়েছে।

সর্বশেষ জরিপগুলোর তথ্য বলছে, দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। তবে শেষ হাসি কে হাসবেন, তা জানতে চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে ৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও সেদিন ফলাফল জানা যাবে না। ফলাফল জানতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ ইলেক্টোরাল কলেজ গঠন করা নির্বাচকরা আগামী ১৭ ডিসেম্বর তাদের নিজ নিজ রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াতে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচতে একত্রিত হবেন। এরপর ২৫ ডিসেম্বর সিনেটের প্রেসিডেন্ট অবশ্যই ইলেক্টোরাল ভোট গ্রহণ করবেন। বর্তমানে এর দায়িত্বে রয়েছেন কমলা হ্যারিস।

এরপর নতুন বছরের ৬ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ইলেক্টোরাল কলেজ ভোট গণনার সভাপতিত্ব করবেন। পরবর্তীতে কে নির্বাচিত হয়েছেন তা জানিয়েছেন দেবেন।

/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়