ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ভোট শুরু

প্রথম ভোটকেন্দ্রে ট্রাম্প-কমলা কত ভোট পেলেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:০২, ৫ নভেম্বর ২০২৪
প্রথম ভোটকেন্দ্রে ট্রাম্প-কমলা কত ভোট পেলেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৫টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। তবে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচ নামের ছোট গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে ঐতিহ্য মেনে মধ্যরাতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ফলাফলে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমসংখ্যক ভোট পেয়েছেন। শহরটিতে এবার মোট ভোটার ছয়জন।

ভোট গণনায় দেখা গেছে, ছয়টি ভোটের মধ্যে কমলা পেয়েছেন তিন ভোট, ট্রাম্পও তিন ভোট পেয়েছেন।  

আরো পড়ুন:

স্থানীয় নির্বাচনী আইন অনুযায়ী, মধ্যরাতের পরপরই সেখানে ভোট গ্রহণ শুরু হয় ও সব নিবন্ধিত ভোটার কিছুক্ষণের মধ্যে ভোট দিয়ে দেন। কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের অন্য কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়ে থাকে। 

১৯৬০ সাল থেকে স্থানীয় বাসিন্দারা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে এ ঐতিহ্য অনুসরণ করে আসছেন। ২০২০ সালের নির্বাচনে ডিক্সভিল নচেতে ভোটে জয় পান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তখন শহরটিতে সাত ভোটারের মধ্যে চারটি ভোট পেয়েছিলেন বাইডেন। 

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়