কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন
চার বছর পর প্রেসিডেন্ট নির্বাচন। স্বাভাবিকভাবেই ভোটারদের আগ্রহ থাকবে দ্রুত ভোটের কাজটি সেরে আসার। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে মঙ্গলবার সকালেই ভোটগ্রহণ শুরু হয়েছে। অনেক রাজ্যে কেন্দ্র খোলার আগেই বাইরে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।
সিএনএন জানিয়েছে, উত্তর ক্যারোলিনার উইলমিংটনের লয়্যাল অর্ডার অফ দ্য মুজ লজ কেন্দ্রটি খোলা হয় স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে। এর আগেই ভোট দিতে হাজির হয়েছিলেন ৩০ থেকে ৪০ জন লোক।
বিবিসি জানিয়েছে, পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়াতে কেন্দ্র খোলার আগেই বাইরে দাঁড়িয়েছিল ৫০ জন ভোটার। সকালের ঠাণ্ডা এড়াতে অনেকেই কফির কাপ হাতে ধরে রেখেছেন।
বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন রাজ্যের কেন্দ্রগুলো খুলতে শুরু করেছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট দিতে শুরু করেছেন ডেলাওয়্যার
ওয়াশিংটন, ডিসি, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, কানসাস , মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস,মিশিগান,মিসৌরি ও রোড আইল্যান্ডের ভোটাররা।
ঢাকা/শাহেদ