কেমন হবে ট্রাম্প প্রশাসন, আলোচনা শুরু
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত ফলের আগেই ট্রাম্প নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা দিয়েছেন। আর এরপর থেকেই তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা। কেমন হবে তার প্রশাসন সে বিষয়েও আলোচনা শুরু হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) তিনটি সূত্রের বরাদ দিয়ে এ তথ্য দিয়েছে সিএনএন।
সিএনএন লিখেছে, যারা আগে থেকে ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন তারা কথা বলার চেষ্টা করছেন। আগেই থেকে তার প্রতি অনুগত্য প্রকাশ করা কর্মকর্তাদের ট্রাম্পের নতুন প্রশাসনে রাখা হতে পারে।
‘সবার আগে আমেরিকা’ এই স্লোগানে ক্ষমতায় আসা ট্রাম্প তার ২০১৭-২১ মেয়াদে অনেকটাই বিশ্বব্যবস্থা থেকে বিচ্ছিন্ন থাকার নীতি নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এবারও সেই নীতিই ফিরিয়ে আনতে পারেন এই রিপাবলিকান নেতা। অভিবাসন ইস্যুতেও গত মেয়াদে বেশ কঠোর ছিলেন ট্রাম্প।
ঢাকা/ইভা