ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

‘ঈশ্বর এ কারণে আমার জীবন রক্ষা করেছিলেন’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:০১, ৬ নভেম্বর ২০২৪
‘ঈশ্বর এ কারণে আমার জীবন রক্ষা করেছিলেন’

মার্কিন নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিজয়ের খবর নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উদ্দেশে তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি একে  ‘আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়’ হিসাবে বর্ণনা করেছেন। ১৩ জুলাইয়ের তাকে হত্যা প্রচেষ্টার কথাও উল্লেখ করে বলেছেন, ‘ঈশ্বর একটি কারণে আমার জীবন রক্ষা করেছেন।’

বুধবার তার নির্বাচনী প্রচার শিবিরের আয়োজিত বিজয় সমাবেশে ট্রাম্প এসব কথা বলেছেন।

বিবিসির তথ্য অনুযায়ী, ট্রাম্প ২৭৯ ইলেকটোরাল ভোট পেয়েছেন। আর তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বি কমলা হ্যারিস পেয়েছেন ২২৩ ভোট।

আরো পড়ুন:

রিপাবলিকান প্রচারণাকে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন’ হিসাবে বর্ণনা করে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের দেশকে নিরাময় করতে, আমাদের সীমানা ঠিক করতে সাহায্য করতে যাচ্ছি, আমরা আজ রাতে একটি কারণে ইতিহাস তৈরি করেছি। আমরা সবচেয়ে অবিশ্বাস্য রাজনৈতিক জয় অর্জন করেছি। আমি আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাতে চাই, আমি আমার শরীরের প্রতিটি শ্বাস নিয়ে আপনার এবং আপনাদের পরিবারের জন্য লড়াই করব।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়