অভিনন্দনের জোয়ারে ভাসছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি ২৭৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার জন্য তার ২৭০টি ভোটের প্রয়োজন ছিল। এ বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করলেন ট্রাম্প।
এবারের নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৯৬৮ ভোট, যা মোট ভোটের ৫১ দশমিক শূন্য দশমিক ৫ শতাংশ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ৬ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ৫০০ ভোট, যা মোট ভোটের ৪৭ দশমিক ৪৬ শতাংশ।
ভোট গণনায় জয় নিশ্চিত হওয়ার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন ডোনাল্ড ট্রাম্প। তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধান।
ডোনাল্ড ট্রাম্পকে যারা অভিনন্দন জানিয়েছেন
কাতারের আমির
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে ট্রাম্পের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
মিশরের প্রেসিডেন্ট
ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি। তিনি আশা প্রকাশ করেছেন যে, ট্রাম্প হোয়াইট হাইজে ফিরে আসায় মধ্যপ্রাচ্যে শান্তি আসবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘আপনার ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমরা আমাদের মুক্তি, গণতন্ত্র ও উদ্যোগের অভিন্ন মূল্যবোধ রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছি।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বার্তায় বলেছেন, ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে শক্তিশালী বন্ধনের একটি প্রতিশ্রুতি দেয়।
ন্যাটোর মহাসচিব
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেছেন, শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী।
মার্ক রুটে বলেন, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা। এর মধ্যে রয়েছে রাশিয়ার আক্রমণাত্মক অবস্থান, সন্ত্রাসবাদ, চীনের সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের ক্রমবর্ধমান অসহযোগিতা।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানও একই রকম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘মার্কিন রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় প্রত্যাবর্তন! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিশাল জয়ের জন্য অভিনন্দন। বিশ্বের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়!’
ইতালির প্রধানমন্ত্রী
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ‘আমার এবং ইতালির সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। ইতালি ও যুক্তরাষ্ট্র বন্ধু রাষ্ট্র, দুটি অবিচলিত মৈত্রী, সাধারণ মূল্যবোধ এবং ঐতিহাসিক বন্ধুত্বের মাধ্যমে যুক্ত। এটি একটি কৌশলগত বন্ধন, যা আমি নিশ্চিত আরও শক্তিশালী হবে।’
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, ট্রাম্পের এই বিজয় ইউক্রেনের জন্য সমস্যা তৈরি করতে পারে। যদিও ট্রাম্প এই যুদ্ধের জন্য মার্কিন আর্থিক সহায়তা কতটা কমাতে পারবেন, সে বিষয়ে তিনি অনিশ্চয়তা প্রকাশ করেন।
ঢাকা/রফিক