ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ট্রাম্প প্রশাসনে যুক্ত হতে পারেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:২২, ৭ নভেম্বর ২০২৪
ট্রাম্প প্রশাসনে যুক্ত হতে পারেন ইলন মাস্ক!

ফাইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে ট্রাম্পের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। 

ফরচুনের এক প্রতিবেদনে বলা হয়, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছেন ইলন মাস্ক। ট্রাম্পের নির্বাচনে প্রচারে প্রায় ১৩০ মিলিয়ন ডলার অনুদান দেন মাস্ক। এছাড়াও ট্রাম্পের বিভিন্ন নির্বাচনী জনসভাতেও উপস্থিত ছিলেন মাস্ক। 

গতকাল বুধবার নির্বাচনি ফলাফলে জয় নিশ্চিত হওয়ার পরপরই ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। এসময় তিনি ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ হিসেবে অভিহিত করেন। 

আরো পড়ুন:

নির্বাচনের রাতটি ট্রাম্পের সঙ্গেই উদযাপন করতে গেছে মাস্ককে।  

বুধবার ডোনাল্ড ট্রাম্পের নাতনি কাই ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে তোলা ‘বিজয়ী পরিবারের ছবি’ একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন- ‘আমাদের পুরো বাহিনী’।

ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সন্তান ব্যারন, এরিক, ইভাঙ্কা, টিফানি, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিকের স্ত্রী লারা রয়েছেন। পারিবারিক ওই ছবিতে আছেন টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক।

সব মিলিয়ে, এবার ট্রাম্প প্রশাসনে ইলন মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়