ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:১২, ৭ নভেম্বর ২০২৪
জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন

নির্বাচনে নিজের দল ডেমোক্রেটিক পার্টির পরাজয়ের পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের সাথে বিতর্কে পরাজয়ের পর বাইডেনের মানসিক তীক্ষ্ণতা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনার মুখে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে জুলাইয়ে স্থলাভিষিক্ত করেন বাইডেন।

হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন।

আরো পড়ুন:

এদিকে, ট্রাম্পের প্রচারণা শিবির জানিয়েছে, আলোচনার জন্য ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে এই বৈঠকের তারিখ এখনো নির্ধারিত হয়নি।

প্রসঙ্গত, মঙ্গলবার শেষ হয়ে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করবেন।


 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়