ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ৭ নভেম্বর ২০২৪   আপডেট: ২৩:০৩, ৭ নভেম্বর ২০২৪
শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে: বাইডেন

নির্বাচনে নিজের দল ডেমোক্রেটিক পার্টির পরাজয়ের পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। 

হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেছেন, ‘গতকাল, আমি নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। আমি তাকে আশ্বস্ত করেছি যে আমি আমার পুরো প্রশাসনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে তার দলের সাথে কাজ করার নির্দেশ দিচ্ছি। এটা আমেরিকান জনগণের প্রাপ্য।’

তিনি বলেন, ‘২০০ বছরেরও বেশি সময় ধরে, আমেরিকা বিশ্বের ইতিহাসে স্ব-শাসনের সবচেয়ে বড় পরীক্ষা চালিয়েছে। এটা অতিশয়োক্তি নয়। এটি বাস্তবতা, যেখানে জনগণ ভোট দেয় এবং তাদের নিজস্ব নেতা নির্বাচন করে এবং তারা শান্তিপূর্ণভাবে তা করে। এবং আমরা গণতন্ত্রে আছি। জনগণের ইচ্ছা সর্বদাই প্রাধান্য পায়।’

আরো পড়ুন:

ভোট জালিয়াতির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে বাইডেন বলেছেন, ‘আপনি কাকে ভোট দিয়েছেন তা বিবেচনা না করেই আমরা কিছু করতে পারব বলে আশা করা যায়, একে অপরকে প্রতিপক্ষ হিসেবে নয়, বরং সহ-আমেরিকান হিসেবে দেখুন। উত্তেজনা কমিয়ে আনুন। আমি আরো আশা করি যে, আমরা আমেরিকান নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতা সম্পর্কিত প্রশ্নটিকে বাদ দিতে পারি। জয় বা পরাজয় যেটাই ঘটুক এটি সৎ, এটি ন্যায্য, এবং এটি স্বচ্ছ এবং একে বিশ্বাস করা যেতে পারে।’

নির্বাচন কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘শুরুতেই আমাদের তাদের ধন্যবাদ জানানো উচিত। নির্বাচনী কর্মীদের ভোট গণনা, নির্বাচনের অখণ্ডতা রক্ষা করার জন্য ধন্যবাদ। তাদের মধ্যে অনেকেই স্বেচ্ছাসেবক হিসেবে এটা করে থাকেন তাদের দেশের প্রতি ভালোবাসার কারণে। তারা যেমন করেছে, নাগরিক হিসেবে যেমন দায়িত্ব পালন করেছে, আমিও প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব পালন করব। আমি আমার শপথ পূরণ করব, সংবিধানকে সম্মান করব। ২০ জানুয়ারি, আমাদের এখানে আমেরিকাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়