রুশদির স্যাটানিক ভার্সেস আমদানির ওপর নিষেধাজ্ঞা উঠলো ভারতে
৩৬ বছর পর বিতর্কিত লেখক সালমান রুশদির ‘স্যাটানিক ভার্সেস’ বইটির ওপর থেকে আমদানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। বইটির ওপর আদালতের নিষেধাজ্ঞার মূল কপি সরকার দাখিল করতে ব্যর্থ হওয়ায় দিল্লি হাইকোর্ট এই রায় দিয়েছে বলে শুক্রবার জানিয়েছে রয়টার্স ও হিন্দুস্তান টাইমস।
ভারতীয় বংশোদ্ভূত রুশদির ‘স্যাটানিক ভার্সেস’-ধর্মীয় অবমাননা করা হয়েছে দাবি করে অভিযোগ দায়েরের পর ১৯৮৮ সালে বইটির আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আদালতে বিষয়টিকে চ্যালেঞ্জ করে ২০১৯ সালে আপিল করা হয়েছিল। গত ৫ নভেম্বর ওই আপিলের চূড়ান্ত শুনানি শেষে রায় দেয় দিল্লি হাই কোর্ট।
আপিলের আবেদনকারী সন্দীপন খাঁ জানান, তিনি দোকানে বইটি কিনতে গেলে তাকে জানানো হয়, এই বইয়ের ওপর আমদানি নিষেধাজ্ঞা রয়েছে। তাই এটি ভারতের বাজারে পাওয়া যায় না। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন সেন্ট্রাল বোর্ড অব ইনডায়রেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস’এর তরফে এই বই আমদানি নিষিদ্ধ বলে ১৯৮৮ সালের ৫ অক্টোবর বিজ্ঞপ্তি দেওয়া হয়। অথচ এই বিজ্ঞপ্তি ওয়েবসাইটে নেই এবং কাস্টমসের কর্মকর্তাদের কাছেও নেই।
দিল্লি হাইকোর্টের বেঞ্চ রায়ে বলেছে, ‘যা দেখা যাচ্ছে, তাতে বিষয়টি নিয়ে জবাব দেওয়ার কথা যাদের তাদের মধ্যে কেউই ১৯৮৮ সালের ৫ অক্টোবর তারিখের উল্লিখিত বিজ্ঞপ্তিটি উপস্থাপন করতে পারেনি যার জেরে আবেদনকারী কথিতভাবে ক্ষুব্ধ হয়েছেন। বিজ্ঞপ্তি যাদের তরফে এসেছে, তারাও তা আদালতে পেশ করতে পারেনি। ফলে আদালত ধরে নিচ্ছে, এমন কোনো বিজ্ঞপ্তিই ছিল না।’
আদালতের এই রায়ের ফলে ৩৬ বছর পর ভারতে সলমন রুশদির লেখা বই ‘স্যাটানিক ভার্সেস’ এর ওপর নিষেধাজ্ঞা উঠে গেলো।
ঢাকা/শাহেদ