ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

সুইং স্টেট নেভাদাতেও জয় পেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:১৫, ৯ নভেম্বর ২০২৪
সুইং স্টেট নেভাদাতেও জয় পেলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সুইং স্টেট নেভাদাতেও বিজয়ী হয়েছেন। আজ শনিবার অ্যাসোসিয়েটেড প্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৭টি অঙ্গরাজ্যে সুইং স্টেট হিসেবে পরিচিত ছিল। সেগুলো হলো- অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে গত মঙ্গলবার একযোগে ভোটগ্রহণ চললেও, বুধবার ভোটের ফলাফল ঘোষণার সময় সবার নজর ছিল সুইং স্টেটের দিকে। কারণ বেশিরভাগ অঙ্গরাজ্যেই কে এগিয়ে, সেটি সমর্থনের ভিত্তিতে ও জরিপের মাধ্যম আগেভাগে ধারণা করা যায়। কিন্তু সুইং স্টেটগুলোতে তা অনুমান করা কঠিন।

আরো পড়ুন:

৭টি সুইং স্টেটের মধ্যে গত বুধবার ৫টির ভোট গণনা শেষ হয়। সেসময় জানা যায়, উত্তর ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগান- ৫টিতেই বিজয়ী হয়েছেন ট্রাম্প। বাকি ছিল নেভাদা ও অ্যারিজোনার ফলাফল। 

আজ শনিবার অ্যাসিসিয়েটেড প্রেস জানায়, নেভাদার ভোট গণনা শেষ হয়েছে এবং এতে বিজয়ী হয়েছেন ট্রাম্প। আরেকটি সুইং স্টেট অ্যারিজোনার ফলাফল এখনও জানা যায়নি।

তবে, ট্রাম্প নেভাদায় বিজয়ী হওয়ার আগেই গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের ফলাফলে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট ছাড়িয়ে যান।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করেছেন। ট্রাম্প ২৯৫ ইলেক্টোরাল কলেজ ভোট জিতে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলা হ্যারিসের রয়েছে ২২৬ ইলেক্ট্রোরাল ভোট। 

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়