ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপে যোগ দিয়েছিলেন ইলন মাস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানাতে ফোন দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই ফোনকলে হঠাৎ করেই যুক্ত হন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও ধনকুবের ইলন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিঅস শনিবার এ তথ্য জানিয়েছে।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নির্বাচনে জয়ের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে ছিলেন ইলন মাস্ক। ওই সময় ট্রাম্পকে ফোন করেন জেলেনস্কি। দুজনের মধ্যে ইতিবাচক ও আন্তরিকতাপূর্ণ আলাপ হয়। ফোনে আলোচনার সময় প্রায় ২৫ মিনিট ট্রাম্পের সঙ্গে ছিলেন মাস্ক। এক পর্যায়ে ট্রাম্প ফোনটি মাস্কের হাতে দেন। তখন মাস্কের সঙ্গেও কথা হয় জেলেনস্কির।
ফোনকলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে মাস্কের স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগে সহায়তার জন্য তাকে ধন্যবাদ জানান জেলেনস্কি।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর মাস্ক স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনকে ইন্টারনেট সেবা দিয়েছিলেন। এই সেবা ছিল পুরোটাই বিনামূল্যে।
গত বুধবার এক্স- এ এক পোস্টে জেলেনস্কি বলেছিলেন, ট্রাম্পের ‘ঐতিহাসিক নিরঙ্কুশ জয়ের’ পর তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তিনি। দুই দেশের সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নিতে একমত হয়েছেন তারা।
ট্রাম্পের নির্বাচনী প্রচারের বড় সমর্থক ছিলেন ইলন মাস্ক। এই প্রচারে তিনি ১১ কোটি ৮০ লাখ ডলারেরও বেশি খরচ করেছেন। মাস্ককে নতুন প্রশাসনে যুক্ত করার ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প।
ঢাকা/শাহেদ