ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বুধবার বাইডেনের সঙ্গে হোয়াইট হাউজে দেখা করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৫৯, ১০ নভেম্বর ২০২৪
বুধবার বাইডেনের সঙ্গে হোয়াইট হাউজে দেখা করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউজে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। খবর আনাদোলু এজেন্সির।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট বাইডেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে মিলিত হবেন।’

৫ নভেম্বরের নির্বাচনে জয় লাভ করে ট্রাম্প ঐতিহাসিকভাবে হোয়াইট হাউজে প্রবেশের পথ নিশ্চিত করেন। ৭৮ বছর বয়সী ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনের তুলনায় এবার আরও বেশি পার্থক্যে জয়লাভ করেন। 

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রজুড়ে ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। ট্রাম্প এরই মধ্যে ৩০১টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি। এখনো একটি অঙ্গরাজ্যের (অ্যারিজোনা) ফল ঘোষণা বাকি।

ফল ঘোষণার দিন বুধবার (৬ নভেম্বর) ফোন করে ডোনাল্ড ট্রাম্পকে বাইডেন অভিনন্দন জানান বলে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি হোয়াইট হাউজে সাক্ষাতের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়