ঢাকা     বুধবার   ১৩ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৯ ১৪৩১

ট্রাম্পের নতুন প্রশাসনে থাকছেন না মাইক পম্পেও-নিকি হ্যালি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৩৪, ১০ নভেম্বর ২০২৪
ট্রাম্পের নতুন প্রশাসনে থাকছেন না মাইক পম্পেও-নিকি হ্যালি

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের শীর্ষ পদে কারা জায়গা পাচ্ছেন তা নিয়ে জোরালো জল্পনা চলছে। সম্ভাব্য পদগুলোর জন্য ট্রাম্পের সহযোগী এবং রিপাবলিকান রাজনৈতিক অভিজ্ঞদের নাম শোনা যাচ্ছে।

তবে এরই মধ্যে ট্রাম্প নিশ্চিত করলেন, জাতিসংঘে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উভয়ই তার দ্বিতীয় মেয়াদের প্রশাসনে জায়গা পাবেন না।

রোববার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরো পড়ুন:

সামাজিকমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প স্পষ্ট করেছেন, হ্যালি এবং পম্পেও তার প্রথম মেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে দ্বিতীয় মেয়াদের প্রশাসনে তারা আমন্ত্রিত হবেন না। 

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ‘নিকি এবং মাইক উভয়ের সাথেই আমার একটি দুর্দান্ত সম্পর্ক ছিল, তবে তারা আমার দ্বিতীয় প্রশাসনে আমন্ত্রণ পাবেন না।’

তিনি আরও লিখেছেন, ‘তাদের সঙ্গে কাজ করার সময়টা আমি খুবই উপভোগ করেছি এবং আমাদের দেশের জন্য তাদের সেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

হ্যালি ২০১৭ এবং ২০১৮ সালে ট্রাম্পের অধীনে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন। দক্ষিণ ক্যারোলিনার সাবেক এই গভর্নর এই বছর রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের প্রাইমারিতে ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কমলা হ্যারিসের বিরুদ্ধে তাকে প্রেসিডেন্ট পদে সমর্থন জানান।

পম্পেও ট্রাম্পের প্রশাসনে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং এর আগে সিআইএ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালের এপ্রিল মাসে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে না দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছিল তাকে।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়