ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

মস্কোতে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:০৮, ১০ নভেম্বর ২০২৪
মস্কোতে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা

ইউক্রেন রোববার মস্কোতে কমপক্ষে ৩৪টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার রাজধানীতে এটি সবচেয়ে বড় ড্রোন হামলা। হামলার কারণে রাজধানীর তিনটি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইটগুলোকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং কমপক্ষে একজন আহত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রোববার তিন ঘন্টার মধ্যে পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে আরও ৩৬টি ড্রোন ধ্বংস করেছে।

মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে বিমান ধরণের ড্রোন ব্যবহার করে কিয়েভ শাসনের একটি সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’

আরো পড়ুন:

রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানিয়েছে, ডোমোদেডোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকভস্কির বিমানবন্দরগুলি কমপক্ষে ৩৬ টি ফ্লাইটের যাত্রা পরিবর্তন করা হয়েছে। মস্কো অঞ্চলে একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মস্কোতে হামলার প্রতিক্রিয়ায় রাশিয়া ১৪৫টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে ইউক্রেন জানিয়েছে। কিয়েভ জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ৬২টি ড্রোন ধ্বংস করেছে। তারা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে।

আড়াই বছর ধরে চলা যুদ্ধ সম্প্রতি চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর রাশিয়া ইউক্রেনে হামলা জোরদার করেছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়