ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ইউক্রেন নিয়ে ট্রাম্পের অবস্থানকে ইতিবাচক দেখছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ১০ নভেম্বর ২০২৪  
ইউক্রেন নিয়ে ট্রাম্পের অবস্থানকে ইতিবাচক দেখছে রাশিয়া

ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থাকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছে রাশিয়া। রোববার রাশিয়া এ তথ্য জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সরকারি গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সংকেতগুলো ইতিবাচক। ট্রাম্প তার নির্বাচনের সময় জানিয়েছিলেন, তিনি কীভাবে চুক্তির মাধ্যমে সবকিছুর সমাধান করবেন, তিনি এমন একটি চুক্তি করতে পারেন যা শান্তির দিকে নিয়ে যেতে পারে সে সম্পর্কে কথা বলেছেন।’

তবে পেসকভ জানিয়েছেন, ট্রাম্প ‘প্রচারাভিযানের সময় বিবৃতিগুলো দিয়েছিলেন তাতে তিনি কতটা অটল থাকবেন’ তা অনুমান করা কঠিন।

আরো পড়ুন:

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে জানিয়েছিলেন, তিনি আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগেই ইউক্রেন সংকট নিয়ে শান্তি আলোচনার উদ্যোগ নেবেন। এটি তার অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনাধীন বেশ কয়েকটি পরিকল্পনার একটি। ট্রাম্প বরাবরই রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুদিনের মাথায় তাকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেছিলেন,  ইউক্রেনের সংকট নিরসনে আলোচনা করতে মস্কো প্রস্তুত।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়