সৌদিতে জড়ো হচ্ছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা
গাজা এবং লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে পদক্ষেপ নিতে আরব ও মুসলিম নেতারা সৌদি আরবে যাচ্ছেন। সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সৌদি সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে।
আল-আখবারিয়া জানিয়েছে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এবং লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির রিয়াদে রোববার পৌঁছেছেন। সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় অক্টোবরের শেষের দিকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অবসানে প্রথম ‘আন্তর্জাতিক জোটের’ বিষয়টি জানিয়েছিল। ওই সময় ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য জোর দিয়ে শীর্ষ সম্মেলন ঘোষণা দিয়েছিল রিয়াদ।
সরকারি সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সম্মেলনে ‘ফিলিস্তিনি অঞ্চল এবং লেবানিজ প্রজাতন্ত্রের উপর অব্যাহত ইসরায়েলি আগ্রাসন ও এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।’
কায়রোভিত্তিক আরব লীগ এবং জেদ্দাভিত্তিক অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর সম্মেলনের এক বছর পর নতুন এই জোটের শীর্ষ সম্মেলন হচ্ছে। আরব লীগ ও ওআইসির সম্মেলনে মুসলিম বিশ্বের নেতারা গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডকে ‘বর্বর’ বলে নিন্দা করেছিলেন।
ঢাকা/শাহেদ