ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

গাজায় হত্যার বিরোধিতা করায় ইসরায়েলি এমপি ৬ মাস নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ১২ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:১৮, ১২ নভেম্বর ২০২৪
গাজায় হত্যার বিরোধিতা করায় ইসরায়েলি এমপি ৬ মাস নিষিদ্ধ

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের বিরুদ্ধে কথা বলায় ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন সেখানকার আইনপ্রণেতা ওফের ক্যাসিফ।

বামপন্থি এই আইনপ্রণেতার ওপর নেসেট এথিক্স কমিটি ‘ভোট দেওয়া ব্যতীত সম্পূর্ণ সংসদীয় নিষেধাজ্ঞা’ আরোপ করেছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ খবরে এ তথ্য জানানো হয়েছে। 

ওফের ক্যাসিফ ইসরায়েলের কমিউনিস্টপন্থি দল হাদাশ পার্টির নেতা। এই দলটি নেসেটের অন্যতম বিরোধী দল আরব তায়াল পার্টির নেতৃত্বাধীন জোটের শরিক। আরব তায়াল পার্টিও বামঘেঁষা রাজনৈতিক দল।

সোমবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ওফের ক্যাসিফ বলেন, “নেসেট এথিক্স কমিটি গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সমর্থনে মন্তব্য করার জন্য তাকে ছয় মাসের জন্য ‘ভোট দেওয়া ব্যতীত সম্পূর্ণ সংসদীয় নিষেধাজ্ঞা’ আরোপ করার পরেও তাকে চুপ রাখা যাবে না।’

বামপন্থি এই আইনপ্রণেতা বলেন, ‘আমি গাজার যুদ্ধাপরাধ, দুর্ভিক্ষ এবং হত্যার বিষয়ে কখনই নীরব থাকব না।’

পোস্টে তিনি দাবি করেন, “ইসরায়েলের তথাকথিত গণতন্ত্রের অবস্থা এমন যে, যারা গণহত্যার সমর্থনে স্লোগান দেয় এবং নিরপরাধদের হত্যা উদযাপন করে তাদের বীর হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে যারা ন্যায়বিচার ও শান্তির জন্য লড়াই করে তারা ‘বিশ্বাসঘাতক’ হিসাবে নির্যাতিত হয়।”

ওফের ক্যাসিফ বলেন, ‘আমি তাদের মধ্যে থাকতে পেরে গর্বিত, যারা এই রক্তাক্ত দুষ্ট সরকারের হাতে নির্যাতিত হয়েছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মিদের প্রত্যাবর্তনের জন্য, ন্যায্য শান্তির জন্য এবং জঘন্য দখলদারিত্বের অবসানের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।’

বামপন্থি এই আইনপ্রণেতা দীর্ঘদিন থেকেই বলে আসছেন যে, তিনি গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা- উভয়েরই বিরুদ্ধে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়