বৈরুতে ইসরায়েলের ৫টি বিমান হামলা
ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অন্তত পাঁচটি বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এর আগে সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে রাজধানী বিস্ফোরণে কেঁপে ওঠে এবং এরপর বৈরুত থেকে ধোঁয়া উঠতে গেছে। বিস্ফোরণগুলো দক্ষিণ শহরতলির ১২টি এলাকায় ঘটেছে।
সর্বশেষ হামলায় হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। সেপ্টেম্বরে ইসরায়েল ওই এলাকায় বোমাবর্ষণ শুরু করার পর থেকে বাসিন্দারা বেশিরভাগ দক্ষিণ শহরতলির এলাকা ছেড়ে পালিয়েছে।
এদিকে, মঙ্গলবার ইসরায়েলের উত্তরের কিছু অংশে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল। বাসিন্দারা আশ্রয়ের জন্য নিরাপদে স্থানে ছুটে গিয়েছিল।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে বেশ কয়েকটি লেবানন থেকে ‘বিমান হামলা চালানো হয়েছিল। তবে এ ঘটনায় আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
ঢাকা/শাহেদ