ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

চীনে শরীরচর্চারত জনতার ওপর উঠে গেলো গাড়ি, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ১২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:২৪, ১২ নভেম্বর ২০২৪
চীনে শরীরচর্চারত জনতার ওপর উঠে গেলো গাড়ি, নিহত ৩৫

চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরের একটি আউটডোর স্পোর্টস সেন্টারের মাঠে শরীরচর্চারত জনতার ওপর হঠাৎ করে একটি গাড়ি উঠে গেছে। এ ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৩ জন। স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, রাত ৭টা ৪৮ মিনিটে ঝুহাই স্পোর্টস সেন্টারে শরীরচর্চারত জনতার ওপর গাড়িটি উঠে যায়।  ৬২ বছর বয়সী গাড়িচালক পালানোর সময় নিজেকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করছিলেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হামলার পরের একটি ভিডিওতে অন্তত ২০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

পালানোর চেষ্টা করার পর গাড়ির চালক ফ্যানকে ঘটনাস্থলে পুলিশ আটক করেছে। তিনি একটি ছুরি ব্যবহার করে নিজেকে আঘাত করেছিলেন, যার ফলে ঘাড়ে গুরুতর আঘাত লেগেছিল বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে দেখা গেছে বিবাহ বিচ্ছেদের পর ফ্যান মানসিক আঘাত পেয়ে এ কাণ্ড ঘটিয়েছেন।

চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন এবং অপরাধীর কঠোর শাস্তি দাবি করেছেন। 

প্রসঙ্গত, কঠোর নিরাপত্তা এবং কঠোর বন্দুক আইনের কারণে চীনে সহিংস অপরাধ বিরল। 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়