ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ট্রাম্প প্রথম দিনেই যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশ বন্ধে পদক্ষেপ নেবেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ১২ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৩০, ১২ নভেম্বর ২০২৪
ট্রাম্প প্রথম দিনেই যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশ বন্ধে পদক্ষেপ নেবেন

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম দিনেই অভিবাসী প্রবেশ বন্ধে তার সরকারের নীতি প্রয়োগ করবেন। একইসঙ্গে তিনি বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষরিত অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আইনি প্রক্রিয়ায় প্রবেশ প্রকল্প বাতিল করবেন। বিষয়টির সাথে পরিচিত তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী, ২০২২ সালে এক কোটি ১০ লাখ অভিবাসী বৈধ মর্যাদা ছাড়াই অবস্থান করেছিল।

সূত্র জানিয়েছে, নির্বাহি পদক্ষেপগুলো ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের অপরাধমূলক রেকর্ডবিহীন লোকদের গ্রেপ্তার করতে, মার্কিন-মেক্সিকো সীমান্তে সেনা বাড়ানো এবং সীমান্ত প্রাচীর নির্মাণ পুনরায় শুরু করতে আররো ক্ষমতা দেবে।

ট্রাম্প এই কাজের জন্য টম হোমানকে দায়িত্ব দিতে পারেন। হোমান ট্রাম্পের অধীনে ২০১৭-১৮ সাল পর্যন্ত মার্কিন অভিবাসন এবং কাস্টমস এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনের মানবিক কর্মসূচিরও সমাপ্তি ঘটাবেন বলে আশা করা হচ্ছে। বাইডেনের এই কর্মসূচি সাম্প্রতিক বছরগুলোতে কয়েক হাজার অভিবাসীকে বৈধভাবে প্রবেশের অনুমতি দিয়েছে।

ট্রাম্পের প্রথম চার বছরের মেয়াদে থাকা একজন অভিবাসন কর্মকর্তা মার্ক মরগান বলেছেন, ‘এই সবগুলোই টেবিলে থাকা উচিত।’

ট্রাম্পের প্রাথমিক কার্যনির্বাহী পদক্ষেপগুলো তার অভিবাসন এজেন্ডা দিয়ে শুরু হবে, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অভিবাসীদের রেকর্ড সংখ্যায় ফেরত পাঠানোর প্রতিশ্রুতি।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়