ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

প্রথম সাক্ষাতেই বাইডেনকে ট্রাম্প: রাজনীতি কঠিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ২৩:০৭, ১৩ নভেম্বর ২০২৪
প্রথম সাক্ষাতেই বাইডেনকে ট্রাম্প: রাজনীতি কঠিন

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তারা ওভাল অফিসে একান্ত বৈঠকে ক্ষমতা হস্তান্তর ও অন্যান্য বিষয়ে কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

প্রত্যাশিত মসৃণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার জন্য বাইডেনকে ধন্যবাদ দেওয়ার আগে ট্রাম্প বলেছেন  রাজনীতি ‘কঠিন।’

ট্রাম্প বলেছেন, ‘আমি একটি পরিবর্তনের খুব প্রশংসা করি যা অনেক মসৃণ, এটি যতটা মসৃণ হতে পারে।’

আরো পড়ুন:

হোয়াইট হাউস পুলটি সবেমাত্র ওভাল অফিস থেকে বের করা হয়েছে যেখানে ট্রাম্প এবং বিডেন বৈঠক করছেন।

৫ নভেম্বরের ভোটে বিপুল ভোটে জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে তিনি প্রবেশ করবেন এবং বিদায় নেবেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়