ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ট্রাম্প সরকারে অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ম্যাট গেটজ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:৪৩, ১৪ নভেম্বর ২০২৪
ট্রাম্প সরকারে অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ম্যাট গেটজ

রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজকে অ্যাটর্নি জেনারেল বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ম্যাটকে মনোনয়নের কথা নিশ্চিত করেছেন। একজন আইনজীবী ও হাউস জুডিশিয়ারি কমিটির সদস্যের অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। আশা প্রকাশ করেন, দেশের শীর্ষ প্রসিকিউটর এবং বিচার বিভাগের প্রধান হিসেবে ম্যাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ট্রাম্প এটাও ইঙ্গিত দিয়েছেন যে, গেটজের মনোনয়ন সরকার থেকে প্রতিদ্বন্দ্বীদের হটিয়ে দেওয়ার জন্য তার এজেন্ডার অংশ হবে। তিনি দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে বিচার বিভাগকে ‘অস্ত্রীকরণ’ করার জন্য অভিযুক্ত করেছেন। বুধবারের ঘোষণায় ট্রাম্প সেই অভিযোগ নিয়ে আবারও কথা বলেন। 

আরো পড়ুন:

ট্রাম্প লিখেছেন, আমাদের বিচার ব্যবস্থার পক্ষপাতমূলক অস্ত্রায়নের অবসানের চেয়ে আমেরিকায় কয়েকটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ।

ট্রাম্প আরও লিখেছেন, ম্যাট অস্ত্রধারী সরকারের অবসান ঘটাবে, আমাদের সীমান্ত রক্ষা করবে, অপরাধমূলক সংগঠনগুলোকে ভেঙে দেবে এবং বিচার বিভাগের প্রতি আমেরিকানদের খারাপভাবে ছিন্নভিন্ন বিশ্বাস ও আস্থা পুনরুদ্ধার করবে।

ট্রাম্পের অনুগত ম্যাট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করা একটি সম্মান।’

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিচার বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ ডেপুটি অ্যার্টনি জেনারেল পদে ট্রাম্প তার প্রধান অ্যাটর্নি টড ব্লাঞ্চকে বিবেচনা করছেন। ট্রাম্পের চিন্তাধারার সাথে পরিচিত দুজন ব্যক্তি সিএনএনকে এ তথ্য জানিয়েছে। 

টড গত ১৮ মাস ধরে ট্রাম্পের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এ বছর ম্যানহাটনের মামলায় তিনি ট্রাম্পকে রক্ষা করেন। তাকে প্রায়ই ট্রাম্পের সঙ্গে দেখা যায়। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়