ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:০২, ১৪ নভেম্বর ২০২৪
তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসেননি। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি।

তবে তার আগেই ট্রাম্প বলে বসলেন, সমর্থকেরা চাইলে তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে নামতে রাজি আছেন তিনি।

বিবিসি লিখেছে, গতকাল বুধবার ট্রাম্প রিপাবলিকান হাউস সদস্যের সাথে দেখা করার সময় এমন মন্তব্য করেন।নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ‘আমার ধারণা আমি আরেক মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। অবশ্য যদি আপনারা বলেন যে, ‘তিনি ভালো ছিলেন। কিংবা, বিশেষ একজনকে আমরা পেয়েছি, তা হলে আলাদা কথা।’

আরো পড়ুন:

বিবিসি বলছে, ট্রাম্পের এই কথা উপস্থিত সবার মধ্যে হাস্যরস তৈরি করে। মার্কিন সংবিধানে একজন প্রেসিডেন্টের তৃতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো বিধান নেই।

তবে ক্ষমতা ধরে রাখতে ট্রাম্প সাংবিধানিক আইন বদলানোর দিকে বুধবার পরোক্ষভাবে ইঙ্গিত দিয়ে রাখলেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির চেয়ারম্যান টম কোল বলেছেন, ‘আমার মনে হয় তিনি একটু মজা করছেন।’

তিনি বলেন, ‘এটিই তার শেষ মেয়াদ, যদি না এ সংক্রান্ত সাংবিধানে কোনো পরিবর্তন আসে। এবং সংবিধান পরিবর্তনে তিন-চতুর্থাংশ রাজ্য এবং কংগ্রেস দুই-তৃতীয়াংশের সম্মতি প্রয়োজন। তাই এমনটা ঘটার কোনো সম্ভাবনা নেই।’

নিউ ইয়র্কের ডেমোক্র্যাট ড্যানিয়েল গোল্ডম্যান ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে বলেছেন, তৃতীয় মেয়াদের জন্য চেষ্টা করাও হবে স্পষ্টভাবে অসাংবিধানিক।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়