ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

হিজাব না পরা নারীদের চিকিৎসার জন্য ক্লিনিক চালু করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ১৪ নভেম্বর ২০২৪  
হিজাব না পরা নারীদের চিকিৎসার জন্য ক্লিনিক চালু করবে ইরান

যেসব নারী বাধ্যতামূলক হিজাব আইন লঙ্ঘন করতে তাদের চিকিৎসার জন্য একটি ক্লিনিক চালুর পরিকল্পনা করছে ইরান। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

নারী ও পরিবার বিভাগের প্রধান মেহরি তালেবি দারেস্তানি ‘হিজাব অপসারণ চিকিৎসা ক্লিনিক’ খোলার ঘোষণা দিয়ে বলেছেন, ক্লিনিকটি ‘হিজাব পরিহারের বৈজ্ঞানিক ও মানসিক চিকিৎসা’ প্রদান করবে।

ইরানের নারী ও মানবাধিকার সংগঠনগুলো এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে।

আরো পড়ুন:

যুক্তরাজ্যভিত্তিক ইরানি সাংবাদিক সিমা সাবেত বলেছেন, এই পদক্ষেপটি ‘লজ্জাজনক।’

তিনি বলেন,হিজাব খুলে ফেলা ‘নারীদের নিরাময় করার জন্য ক্লিনিক স্থাপনের ধারণাটি শীতল, যেখানে লোকজন শুধুমাত্র শাসক আদর্শের সাথে একমত পোষণ না করার জন্য সমাজ থেকে বিচ্ছিন্ন।’

ইরানের মানবাধিকার আইনজীবী হোসেইন রাইসি বলেছেন, হিজাব আইন মেনে চলে না এমন নারীদের চিকিৎসার জন্য একটি ক্লিনিকের ধারণা ‘ইসলামী নয় এবং এটি ইরানের আইনের সাথে সংশ্লিষ্ট নয়।’

তিনি আরো জানান, এটি উদ্বেগজনক যে বিবৃতিটি তেহরানের সদর দপ্তরের নারী ও পরিবার বিভাগ থেকে এসেছে, যা সর্বোচ্চ নেতা আলী খামেনির সরাসরি কর্তৃত্বের অধীনে পড়ে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়